রুলস অব বিজনেস, ১৯৯৬ মোতাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের পক্ষে যে সকল গুরু দায়িত্ব পালন করেন, তা বর্ণনা করুন।
রুলস অব বিজনেস, ১৯৯৬ এর বিধি-১৪ অনুযায়ী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের পক্ষে যে সকল গুরু দায়িত্ব পালন করেন তার বর্ণনা নিম্নে প্রদত্ত হলো—
(১) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহিত পরামর্শ করতে হবে-
(1) আইন প্রণয়নের সকল প্রস্তাবে;
(ii) যেকোন বিষয়ে উদ্ভুত আইনগত প্রশ্নে;
(III) গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ, আন্তর্জাতিক সম্মতি নামসমূহ, আন্তর্জাতিক আইন ঘোষণা এবং সংশোধনের আন্তর্জাতিক সম্মেলন;
(iv) যেকোন আইনের ব্যাখ্যা সম্পর্কিত;
(v) সংবিধিবদ্ধ ক্ষমতা প্রয়োগে কোন বিধি, রেগুলেশন, বাই-ল ইত্যাদির জারী বা জারীর ক্ষমতা অর্পণের পূর্বে;
(vi) কোন মৃত্যু দণ্ডাদেশের বিপরীতে ক্ষমা ভিক্ষার আবেদন এবং কোন দণ্ড মার্জনা, দণ্ডদান স্থগিত রাখা বা মওকুফ করা, বিলম্বন, রেহাই, নিলম্বন বা হ্রাস করা সম্পর্কে পরামর্শ দানের পূর্বে;
(vii) কোন আদালতে দায়েরকৃত ফৌজদারী বা দেওয়ানী কার্যক্রমে সরকারকে জড়িত করার পূর্বে; এবং
(viii) যখনই সরকারের বিরুদ্ধে ফৌজদারী বা দেওয়ানী মামলা দায়ের করা হয়।
(২) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক লিপিবদ্ধকৃত পদ্ধতি ব্যতিরেকে কোন মন্ত্রণালয় এ্যাটর্নী জেনারেলের পরামর্শ গ্রহণ করতে পারবে না।
(৩) এ্যাটর্নী-জেনারেল এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে যদি মতানৈক্য দৃষ্ট হয়, তবে সিদ্ধান্তের জন্য বিষয়টি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নিকট উপস্থাপন করতে হবে।
0 Comments